ভোলায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সোহেল তাজ (স্টাফ রিপোর্টার ),

দৈনিক ভোলাটাইমস::  ভোলায় জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেলের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। ভোলা সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসরুর নিলয় এর নেতৃত্বে মিছিলটি সহর প্রদক্ষিণ করে ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে জামাত-শিবিরেকে স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী-মৌলবাদী আক্ষা দিয়ে নিলয় বলেন, “আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি মার্চ মাসের মদ্ধেই জামাত-সিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আর জাতির কাছে এটাই হবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকির সেরা উপহার। উল্লেখ্য, খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল এবং নোয়াখালীর কম্পানিগঞ্জের ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি এবং কুপিয়ে জখম করে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা। এর পর দুজনেরই মৃত্যু হয়।