ভোলার বোরহানউদ্দিনে গভীর রাতে আগুনে পুড়ে ৪০টি দোকান ছাই

বোরহানউদ্দিন প্রতিনিধি,

দৈনিক ভোলাটাইমস:: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গভীর রাতে অগ্নিকান্ডে ৪০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপেজলার বাটামারা সেন্ট্রাল বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ভোলা ও বোরহানউদ্দিন ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মোবাইল, তেল, খাবার হোটেল, মেশিনারি, সূতা ও মুদিসহ বিভিন্ন প্রকারের প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার বাটামারা এলাকার সেন্ট্রাল বাজারে চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। এতে কাজ না হওয়ায় ভোলা ফায়ার সার্ভিস কর্মীরা এসে দুইটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার এসআই মোহাইমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ওসি মু. এনামুল হকের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে সহযোগীতা করেছি, তবে আগুনে প্রায় ৪০টি ছোট বড় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকান্ডে প্রথামিক ভাবে ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা হতে পারে।