4 March 2020 , 9:45:00 প্রিন্ট সংস্করণ
সোহেল তাজ (স্টাফ রিপোর্টার ),
দৈনিক ভোলাটাইমস:: ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ৭ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইলিশা মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৮ মণ ইলিশ ও তিনটি স্পিড বোট জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইহানুল ইসলাম প্রত্যেক ১ বছর করে কারাদন্ড প্রদান করেন। পরে জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিম খানায় বিতরন করা হয়।