9 March 2020 , 10:03:33 প্রিন্ট সংস্করণ
ভোলাটাইমস ডেস্ক ,
দৈনিক ভোলাটাইমস:: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শক এসআই মিল্টন সরকার অপু (৩০) নিহত হয়েছেন।রোববার রাত পৌনে দশটার দিকে উপজেলার ওদুদ শাহ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিল্টন সরকার অপু ঝালকাঠি জেলার নলছিটি থানার রানপাশা গ্রামের সুভাষ চন্দ্র সরকারের ছেলে। তিনি দামুড়হুদা মডেল থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন এবং তার বাবা সুভাষ চন্দ্র সরকার বরিশাল মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে কর্মরত। মিল্টন সরকার অপু’ ও তার পরিবার দীর্ঘদিন যাবৎ বরিশাল নগরীর বিএম কলেজ এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে নিয়মিত টহল ডিউটি পালনের জন্য মোটরসাইকেলযোগে দর্শনার দিকে যাচ্ছিল এসআই মিল্টন সরকার ও কনস্টেবল দীপক। এ সময় উপজেলা শহরের ওদুদ শাহ কলেজের নিকট পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মিল্টন সরকার।
মিল্টনের মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী কনস্টেবল দীপক জানান, থানা থেকে বের হয়ে উপজেলা শহরের ওদুদ শাহ কলেজের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সড়কের উপরেই ছিটকে পড়েন মিল্টন সরকার। দ্রুতগামী ট্রাকটি এসময় পালানোর চেষ্টা করলে সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মিল্টন সরকার অপু।
দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, রোববার রাতে নিয়মিত টহল ডিউটির জন্য নিজ মোটরসাইকেলযোগে থানা থেকে বের হন মিল্টন সরকার ও কনস্টেবল দীপক। কিছুক্ষণ পরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছায়। কিন্তু সেখানে যেয়ে তাকে আর জীবিত পাওয়া যায়নি।
এদিকে অপু’র মৃত্যুর খবর বরিশালের ছড়িয়ে পড়লে শোকের মাতম সৃষ্টি হয় বিএম কলেজ এলাকায়। বন্ধু-স্বজন ও শুভাকাঙ্খীরা কান্নায় ভেঙে পড়েন অপু’র মৃত্যুর খবরে।
মিল্টন সরকার অপু দামুড়হুদা মডেল থানায় শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছিলেন।