নেতার বিরুদ্ধে এসপির কাছে লিখিত অভিযোগ,কে এই চরফ্যাসনের নেতা….??

স্টাফ রিপোর্টর, 

দৈনিক ভোলাটাইমস:: দশ বছর আগেও তিনি অন্যের বাড়িতে কামলা খাটতেন। সাইকেলে করে গ্রামে গ্রামে মাছের পোনা বিক্রি করতেন। এখন তিনি নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছেন। মালিক বনে গেছেন। থানার বড় বাবু তার কথায় উঠবস করেন তাই তিনি গোটা এলাকা নিয়ন্ত্রণ করেন। তিনি নেতা। তাকে কেউ নেতা না বললে তিনি মাইন্ড করেন। আর তিনি যার উপর মাইন করেন। তিনি যার উপর একবার মাইন্ড করেন তার আর রক্ষা নেই। এ ধরণের ১১টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে সম্প্রতি তার বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণে দাবি জানিয়েছেন এলাকাবাসীর পক্ষে জনৈক সহিদুল হক। লিখিত ওই অভিযোগের মধ্যে রয়েছে ২০০৯ সালে সরকারি দলের ছত্র ছায়ায় আসার পর তার অপকর্ম শুরু হয়। এলাকায় বিচারালয় স্থাপন করে এলাকার জনগণকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। তিনি খাল এবং সরকারি খাস জমি দখল করে ৫ তলা ফাউন্ডেশন নিয়ে একতলা মার্কেট নির্মাণ করেছেন। সেই মার্কেটে একটি টর্চার সেলও বসিয়েছেন ওই নেতা। চরফ্যাসন উপজেলার এওয়াজপুরের ইউনিয়নের করিম নেতার বিরুদ্ধে এসব অভিযোগের পাশাপাশি মাদক সেবন এবং কেনা বেচার অভিযোগও করা হয়েছে। এদিকে এসব অভিযোগের বিষয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।