11 March 2020 , 10:13:04 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোলাটাইমস্:- ভোলা লক্ষ্মীপুর সড়কে বেপরোয়া মোটরসাইকেল লড়ীর মুখোমুখি সংঘর্ষে সোহাগ (১৮) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত সোহাগ ইলিশা ৫নং ওয়ার্ডের মৃত্যু বেলায়েত হোসেন এর ছেলে। বুধবার আনুমানিক দুপুর ১২ টায় ভোলা লক্ষ্মীপুর সড়কের দেলু সাহেব এর বাড়ীর সামনে এই ঘটনা ঘটে। নিহত সোহাগের লাশ পুলিশ উদ্ধার করে ভোলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে ইলিশা থেকে ভোলার উদেশ্য যাওয়ার পথে ইলিশাগামী লড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। নিহতের নানা শাহে আলম ফরিয়াদী জানান, সোহাগ দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন গত সোমবার নানা বাড়ীতে বেড়াতে আসেন। ইলিশা পুলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল জানান আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।