ভোলায় বিতর্কিত নারী জেসমিনের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ


এম,এম সরোয়ার,
দৈনিক ভোলাটাইমস্ : : ভোলা সদর রতনপুর ৮নং ওয়ার্ডের বিতর্কিত নারী জেসমিন (৩৪)এর বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।মোহাম্মদ ইসমাইল অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে জমিজমা বিরোধের জেরে আমার বিরুদ্ধে জেসমিন ধর্ষন মামলাসহ কয়েকটি মিথ্যা মামলা করেছে। জেসমিনের করা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলার তদন্ত হলে একটি মামলাও তার পক্ষে প্রমাণ করতে পারেনি জেসমিন।এভাবে জেসমিন এলাকার বিভিন্ন নিরীহ লোকদের বিরুদ্ধে ও ধর্ষণসহ বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে।পৌরচর জংলা ৯নং ওয়ার্ডের মাকছুদের বিরুদ্ধে ও মিথ্যা মামলা দিয়ে তাকে বাড়িছাড়া করেন জেসমিন।এর পর জেসমিন মাকছুদের ১০ শতাংশ জমি অন্যায় ভাবে দখল করেন । এদিকে তার মামলার সহযোগিতা করেন শিবপুর ৮নং ওয়ার্ডের ইয়াসিন (সোহেল)।ইয়াসিন (সোহেল) ও জেসমিনের স্বামী জাহাঙ্গীর দু’জন মিলে মাদকের ব্যবসা করেন বলে  তিনি জানান। জাহাঙ্গীর অটোরিক্সা চালানোর নাম করে এলাকার বিভিন্ন জায়গায় মাদক পাচার করে বাণিজ্য করেন।সরেজমিনে গিয়ে জানা যায়, এলাকাবাসীর পক্ষ থেকে মোহাম্মদ ফরিদ, ইউনুস, আবুল কালাম, মহিউদ্দিন, শরিফ ও জসিম জানান, জেসমিন একজন বিতর্কিত নারী মামলাবাজ এলাকার নিরীহ লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে মামলা রপাদফা করেন আর এ মামলার রপাদফার মিডিয়া করেন, এলাকার কিছু প্রভাবশালী লোক ও ইয়াসিন (সোহেল)। তারা আরো বলেন জেসমিন টাকার জন্য সব করতে পারে এমনকি স্বার্থের জন্য সে তার দেহকে অন্যের কাছে উৎসর্গ করে দেয় তিনি।এরকম প্রমাণ আমাদের কাছে একাধিক রয়েছে আমরা তার মামলার ভয়ে মুখ খুলতে পারছিনা। এ ব্যাপারে জেসমিনের বক্তব্য জানতে গিয়ে এলাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি, তবে তার মুঠোফোনে ফোন করে সাংবাদিক পরিচয় দেওয়ার পর সে পরে কথা বলবে বলে ফোনের লাইন কেটে দেয়।জেসমিনের করা মিথ্যা মামলার ভুক্তভোগী এলাকার সাধারন পরিবার জেসমিনের  অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।