মজনু মিয়াকে একমাত্র আসামি করে অভিযোগপত্র

স্টাফ রিপোর্টার,

দৈনিক ভোলাটাইমস্:-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় মজনু মিয়াকে একমাত্র আসামি করে অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আগামী সপ্তাহের যে কোনো দিন এই অভিযোগ পত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হবে। 

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, ‘ডিএনএ নমুনা ও ফরেনসিক টেস্টে একমাত্র মজনুর সংশ্লিষ্টতা রয়েছে। এ কারণে তাকে চার্জশিটে একমাত্র আসামি করা হচ্ছে। তার যেন উপযুক্ত শাস্তি হয় সেভাবেই চার্জশিট তৈরি করা হয়েছে।

সূত্র আরও জানায়, ইতিমধ্যে মজনু ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। এসব বিষয়ে প্রমাণিত হয় যে, এ ঘটনায় মজনুই জড়িত। তাকে একমাত্র আসামি করে আগামী সপ্তাহের যে কোনো দিন আদালতে চার্জশিট দেওয়া হবে।’

ডিএনএ টেস্টের মাধ্যমে ধর্ষক মজনুর সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ছাত্রীর কাপড় থেকে সংগৃহীত নমুনার সঙ্গে মজনুর ডিএনএ মিলে গেছে। সেখানে দুটি প্রোফাইল পাওয়া যায়। একটি ভুক্তভোগী শিক্ষার্থীর ও অপরটি মজনুর।

চলতি বছরের গত ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাস স্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় যান। পরদিন ৬ জানুয়ারি সকালে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। ৮ জানুয়ারি মজনুকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর  বিভাগের উপ কমিশনার মশিউর রহমান ঢাকাটাইমসকে বলেন, আগামী রবিবার এই অভিযোগ পত্র (চার্জশিট) আদালতে জমা দেওয়া হবে। আজকে আমরা এই মামলার সবকিছুই চূড়ান্ত করে ফেলেছি। মামলায় মজনুই হচ্ছে একমাত্র আসামি। এই মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।