লালমোহনে আগুনে পুড়লো ১০ ব্যবসা প্রতিষ্ঠান

লালমোহন প্রতিনিধি,
দৈনিক ভোলাটাইমস্ : : ভোলার লালমোহনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে ১০ ব্যবসা প্রতিষ্ঠান।বৃহস্পতিবার রাত ১২ টায় উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের জনতা বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ঘন্টাব্যাপী প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা এতে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবী অগ্নিকা-প্রায়৩০ থেকে ৩৫ লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে।অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো
হচ্ছে, মোস্তাফিজ, হারুন, রাজ্জাকের চায়ের দোকান,রফিক হাওলাদার, আরিফ, ভুট্টুর মুদি দোকান, আব্দুল মতিন, তৈয়বের ঔষধের দোকান, মহিউদ্দিনের ইলেক্ট্রনিক্সের দোকান ও নসুর গার্মেন্টসের দোকান।এদিকে শুক্রবার বিকালে ঘটনাস্থল পরিদর্শণে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান
রুমি, ওসি মীর খায়রুল কবীর ও ধলিগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু। এসময়
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সরকারী বরাদ্দ প্রদানের আশ্বাস দেন।