ভোলার লালমোহন থানার শ্রেষ্ট অফিসার এএসআই লিটন

হাসান পিন্টু ,লালমোহন প্রতিনিধি,

দৈনিক ভোলাটাইমস্ : :  ভোলার লালমোহন থানার আইনশৃঙ্খলা সহ বিভিন্ন কর্মকা-েসন্তোষজনক অবদান রাখায় লালমোহন থানার এএসআই লিটনকে ফেব্রুয়ারী মাসের শ্রেষ্ট অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার দুপুরে লালমোহন থানার ওসির কক্ষে শ্রেষ্ট অফিসার হিসেবে লিটনকে সনদপত্র ও পুরষ্কার তুলে
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাসেলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ওসি মীর
খায়রুল কবীর এবং ওসি তদন্ত মো. বশির আলম প্রমুখ।