13 March 2020 , 9:11:03 প্রিন্ট সংস্করণ
রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধি,
দৈনিক ভোলাটাইমস্ : : কালে মৃত্যুর কোলে ঢলে পরলো ভোলা লালমোহন এর পৌরসভা ১২ নং ওয়ার্ড এর সন্তান মোঃ রাশেদ রানা, তার পরিবারের লোকজন দের বলেগেছেন সে তার মর্মান্তিক এই দূর্ঘটনার জন্য দায়ী করে গেছেন, তারই স্ত্রী মোসাম্মদ শিল্পী আক্তার লিজাকে। রাশেদ এর গায়ে রাত্র শুক্রবার আনুমানিক ৩ ঘটিকার সময় ২৫ শে ফেব্রুয়ারি ২০২০ গভীর রাত্রে তার স্ত্রী মোসাম্মদ শিল্পী আক্তার লিজা, পুরো শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেয় , এবং রাশেদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এবং তাকে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়, এবং সেই হাসপাতালে দীর্ঘদিন অবস্থায় চিকিৎসারত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন শুক্রবার রাত ৩ ঘটিকার সময়। রাশেদের মা আরো জানান, আমার গ্রামের বাড়ি লালমোহন পৌরসভা ১২ নং ওয়ার্ডের সওদাগর বাড়ি, আমার ছেলে ঢাকায় পথ শিশু অফিসে চাকরি করতো , আমি ছেলের এই খবর পেয়ে আমি ঢাকাতে আসি, আমার ছেলের জন্য সকলের কাছে আমি দোয়া চাই ও আমার ছেলের অকাল মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।