কাবিল মিঞা বাড়ীর জামে মসজিদ কমিটির উদ্যেগে ১ দিন ব্যাপি ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে


স্টাফ রিপোটার,
দৈনিক ভোলাটাইমস:: পৌর কাঠালী কাবিল মিঞা বাড়ীর জামে মসজিদ কমিটির উদ্যেগে ১ দিন ব্যাপি ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী ২৪শে মার্চ রোজ মঙ্গালবার কাবিল মিঞা বাড়ীর
জামে মসজিদ ময়দানে বিকাল ৪.৩০ ঘটিকায় (বাদ আছর ) মসজিদ কমিটির উদ্যেগে এই ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ ও দোয়া পরিচালন করবেন ভারতের জৈনপুর থেকে আগত জৈনপুরী পীড়ে কামেল জনাব আলহাজ্ব হাফেজ মাওলানা হাছনাঈন আহমেদ ছিদ্দীক সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে ওয়াজ পরিচালনা করবেন কাবিল মিঞা মাদ্রাসার নামবে মোহতামিম ’’হযরত মাওলান ইয়াকুব আলী জিহাদী’’। বিশেষ অতিথি হিসেবে ওয়াজ পরিচালনা করবেন কাবিল মিঞা মাদ্রাসার সিনিয়র শিক্ষক হয়রত মাওলানা সুপ্তি বেলার হোসাইন সহ প্রমুখ। এছারাও পরিচালনা গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত
থাকবেন। মাহফিল এন্তেজামিয় কমিটির পক্ষে-কাবিল মিঞা জামে মসজিদ কমিটির সম্পাদক মোঃ জামাল উদ্দিন মিঞা বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলামের বিদিবিধান ও মহান আল্লাহ তায়ালার হুকুম আহকাম পালন ও কায়েম করতে আমরা সর্বদা ঐক্যবধ্য। তারই সূত্রে আমাদের এলাকাবাসি এবং বর্তমান যুব সমাজকে ধর্মের প্রাতি আগ্রহ বোদ ও মহান আল্লাহর প্রতি আনুগত্য বাড়াতে আমাদের এই ওয়াজ মাহফিলের আয়োজন কর হয়েছে। এলাকার ধর্মপ্রান মুসলমানদের যথাসময়ে ওয়াজ মাহফিলে উপস্তিত থাকার সবিনয় অনুরোধ করছি । আপনারা দলে দলে মাহফিলে যোগ দান করে দুযাহানের অশেষ নেকি হাসিল করুন।