14 March 2020 , 9:53:36 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোটার,
দৈনিক ভোলাটাইমস:: ভোলায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরি হয়েছে। শুক্রবার ( ১৩ মার্চ) দুপুর ১.৪০ মিনিটের সময় পরান গঞ্জ নাজিউর রহমান ডিগ্রী কলেজের পিছনে সালেম কবিরাজ বাড়িতে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রে জানা গেছে, বাপ্তা ৬নং ওয়ার্ড সালেম কবিরাজ বাড়ির জহিরুল ইসলাম রুবেলের বাসায় তার মা ইয়ানুর বেগম গোসল করতে ও স্ত্রী রান্নাঘরে গেলে অপরিচিত অজানা একটি লোক ঘরে ঢুকে তার মোবাইল ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। সামনের বাসার শিল্পী আক্তার জানায়, আমি অপরিচিত একটি লোককে বাসায় ঢুকতে দেখেছি। তার কিছুক্ষণ পরেই চুরি হয়েছে জানতে পাই। সালিম কবিরাজ জানায়,আমি নামাজে যাওয়ার পথে বাড়ির দরজায় অপরিচিত একটি লোককে মোটরসাইকেলের নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি পূর্বে কখনও তাকে দেখিনি। দিন দুপুরে এই চুরিতে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।