বোরহানউদ্দিনে ভূমিদস্যুদের তান্ডব শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥

দৈনিক ভোলাটাইমস:: ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট এলাকার দালাল বাজারে আলমগীর
পাটোয়ারির নেতৃত্বে ভূমিদস্যু একটি গ্রুপ তান্ডব চালিয়ে শতাধিক গাছ কেটে
জমি জবর দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা
সাড়ে ১১ টার দিকে ৩০ থেকে ৩৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে
দালারবাজারের ছলেমান মিয়ার বাড়িতে এই তা-ব চালায়। এ সময় সন্ত্রসীদের ভয়ে এলাকার
কেউ এগিয়ে আসতে পারেনি। পরে পুলিশে খবর দিলে বোরহানউদ্দিন থানার পুলিশ গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পুলিশ দেখে সন্ত্রসীরা পালিয়ে যায়।
ছলেমান মিয়ার ছেলে সেলিম সাংবাদিকদের জানান, জমির মূল মালিক কিরণ চন্দ্র দাসের
কাছ থেকে ২০১৭ সালে ৭৪ শতাংশ জমি কিনে তারা ভোগদখল করে আসছেন। কিন্তু এর
তিন বছর পর ২০১৯ সালের ডিসেম্ব মাসে ওই কিরণ চন্দ্র দাসের কাছ থেকে ৬৪ শতাংশ
জমি কিনেন ওই এলাকার আলমগীর পাটোয়ারি। এর পর থেকেই আলমগীর তার দলবল নিয়ে
সেলিমদের বাড়িঘর দখলের পায়তারা করে আসছিল এবং বিভিন্ন সময় অন্তত ৩ থেকে ৪ বার
সন্ত্রাসী হামলা করে বাড়িঘর ভাংচুর করেছে। সেলিম ও তার বৃদ্ধ বাবা মাকে মারধর করে রক্তাক্ত
করেছে। এ নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ গতকাল শনিবার বেলা ১১টার
দিকে আলমগীর, জাফর, সাইফুলসহ ৩০ থেকে ৩৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে
এসে সেলিমদের বাড়ি ঘরে হামলা করে। ছোট বড় শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টা
করে। পরে পুলিশ এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, আলমগীর পাটোয়ারি জমি দখল করার জন্য স্থানীয় জিনের বাদশা এবং
মাদক ব্যবসায়ীদেরকে সন্ত্রাসী হিসেবে ভাড়া এনেছেন। তবে আলমগীর গ্রুপ জিনের
বাদশা কিংবা মাদকের সাথে তাদের সম্পৃক্ততার কথা অভিযোগ অস্বীকার করেছে।