15 March 2020 , 5:36:57 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার ॥
দৈনিক ভোলাটাইমস::
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আমিনুল ইসলাম(৩০) ও মোঃ আজহার হোসেন ওরফে লিয়ন(২৮)। ১৪ মার্চ মুগদা থানা এলাকার অতিশ দীপংকর রোডস্থ ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গোয়েন্দা উত্তর বিভাগ।
গোয়েন্দা উত্তর বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের পুলিশ পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ ঢাকা মহানগরের মুগদা এলাকায় অবস্থান করছে মর্মে নির্ভরযোগ্য তথ্য পাই গোয়েন্দা উত্তর বিভাগ। এমন তথ্যের ভিত্তিতে ১৪ মার্চ ১৮.০৫ টায় মুগদা থানা এলাকার অতিশ দীপংকর রোডস্থ ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিলসহ আমিনুল ও আজহারকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে থাকে।
এ সংক্রান্তে ডিএমপির মুগদা থানায় একটি মামলা রুজু হয়েছে।