16 March 2020 , 4:02:11 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার ॥
দৈনিক ভোলাটাইমস::
রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৫০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তর বিভাগ।
রবিবার (১৫ মার্চ ) রাত সোয়া নয়টায় মগবাজার নিউ সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হাসান (১৯), মোঃ রাশেদ (২০) ও মোঃ ইসমাইল হোসেন (৩১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা-উত্তর বিভাগের সহকারি পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতেন। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা দামে বিক্রি করতেন।
এ সংক্রান্তে রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা রুজু হয়েছে।