16 March 2020 , 11:59:38 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোলাটাইমস্ :: ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৬নং ওর্য়াডে পটে ব্যাথার যন্ত্রণায় এক কিশোরীর গলায় ফাঁস দয়িে আত্নহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত শান্তা (১২) ইলিশা ৬নং ওর্য়াডের কাজল হাজীর মেয়ে এবং স্থানীয় মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
নিহতের পরবিার জানান, র্দীঘদিন ধরইে শান্তার পটে ব্যাথা হচ্ছে মাঝমেধ্যে এই ব্যাথার যন্ত্রণায় শান্তা খুব অতষ্ঠি হয়ে যেতো আর সইে ব্যাথার যন্ত্রণায়ই শান্তা তার নিজ কক্ষে আড়ার সাথে ওড়না লাগিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।
স্থানীয় মহিলা মেম্বারের স্বামী সাঈদ আলী জমাদার বলনে, আমি শুনছেি পটে ব্যাথার যন্ত্রণায় গলায় ফাঁস দিয়িছে।
ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাঈন আহমদে হাসান মিয়া বলনে, আমিও শুনেছি যে ব্যাথার যন্ত্রণায় আত্নহত্যা করেছে।
ভোলা সদর থানার ওসি এনায়তে হোসনেকে ফোন দিলে তিনি মিটিংয়ে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে ইলশিা ফাঁড়রি এ এসআই আবুল কালাম ঘটনাস্থলে গিয়েছেন।