ভোলা পৌরসভায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপিত

তুহিন খন্দকার,

দৈনিক ভোলাটাইমস:: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ শততম জন্মবার্ষিকী ভোলা পৌরসভায় পালিত হয়েছে। ভোলা পৌরসভার উদ্যোগে জেলা প্রশাসনের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। এসময় ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান(সিনিঃ সহকারী সচিব) পৌর কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম, শওকত হোসেন, সামছুন নাহার সোনিয়া, জোছনা ইয়াছমিন, রাজিয়া সুলতানা সহ ভোলা পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশবাসীর জন্য দোয়া কামনা এবং ভোলার প্রাণ পুরুষ জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এম,পি মহোদয়ের জন্যও দোয়া কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের খতিব মাওলানা মোঃ মাকসুদুল্লাহ আমিনী।