ভোলায় মুজিব শত বার্ষিকীতে বিয়ে বাজারের ব্যাতিক্রমী আয়োজন

স্টাফ রিপোর্টারঃ-

দৈনিক ভোলাটাইমস::  জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে গতকাল মঙ্গলবার জেলা শহর ভোলার অন্যতম বিপননী বিয়ে বাজারের উদ্যোগে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর রোডের পার্শ্বে অবস্থিত ওই প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধুর জন্ম দিনের শুবেচ্ছা স্বরুপ শ্রেনী পেশারে মানুষকে শতশত গোলাপ উপহার দেন। সাথে সাথে আয়োজন করেন হাত ধোয়া অনুষ্ঠানেরও । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার সরকার মোঃ কায়সার, ভোলা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সমকন্ঠ সম্পাদক আল-আমিন শাহরিয়ার, ভোলার বানী সম্পাদক মাকসুদুর রহমান দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী জিন্নাহ রজিব, যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু, মাছ রাঙা টিভি ও জনকন্ঠ প্রতিনিধি হাসিব রহমান, দেশ টিভি সাংবাদিক ছোটন সাহা এবং আব্দুর রব মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খানম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিয়ে বাজারের সত্ত্বাধিকারী সাংবাদিক ও প্রভাষক মনিরুল ইসলাম। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ব্যতিক্রমী এমন আয়োজনে বিয়ে বাজারকে সকলেই সাধুবাদ জানান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলেন, দৈনিক ভোলা টাইমস্ ও ভোলার বানী।