19 March 2020 , 3:33:09 প্রিন্ট সংস্করণ
এইচ এম নোমান শশীভুষন থানার জাহানপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মোঃ কবির হোসেন এর কন্যা তানিয়া (১৫)কে বাল্যবিয়ে দেওয়ার জন্য আজ ১৯/৩/০২০ইং বৃহস্পতিবার দুপুরে বিবাহের আয়োজন করেন।গোপনে সংবাদ পেয়ে, শশীভুষন থানা অফিসার ইন চার্জ মোঃ মনিরুল ইসলাম ঘটনাস্থলে অফিসার প্রেরণ করেন। এস আই রাজিব ও এ এস আই দুলাল হোসেন সংগীয় ফোর্সসহ সেখানে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্দ করে দিয়ে, মেয়ের দাদা আবুল হাসেম খনকার কে আটক করে থানায় নিয়ে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট উপস্থাপন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন ও মোঃ রুহুল আমিন বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ২০,০০০ টাকা জরিমানা করেন।