ভোলা বোরহানউদ্দিনের দালাল বাজারে, এক পুকুরে বিষাক্ত গ্যাসটেবলেটে ধংশ করে দিলো, পুকুরের মাছ


রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ভোলা বোরহানউদ্দিন এর কাচিয়া ০৮ ওয়ার্ড এর আজাহার উদ্দিন দফাদার বাড়ির, আরিফ দফাদার এর ১৯ শে মার্চ বৃহস্পতিবার রাত্রে, পুকুরে কেবা কাহারা গ্যাস টেবলেট দিয়ে পুকুরের সম্পূর্ণ মাছ মেরে ফেলেছে। সুত্রে জানাযায়, আরিফ দফাদার, তাদের বাড়ি ছিলো বোরহানউদ্দিনের মনিরাম বাজারের পূর্ব পাসে দফাদার বাড়ি, তারা সেখান থেকে এসে, কাচিয়া ০৮ নং ওয়ার্ডের আইটা বাড়ির পাশেই জমিজমা কিনে সেখানেই বহু বছর জাবত বসবাস করে। সে কৃষি কাজ করেই সংসার চালায়, তারসাথে কাহাও কোন শত্রুতামি নেই। কিন্তু ১৯শে মার্চ বৃহস্পতিবার রাত্রে তার পুকুরে গ্যাস টেবলেট দিয়ে কেবা কারা শত্রুতামি করে, তার পুকুরের মাছ মেরে ফেলে। আরিফ দফাদার বলেন, আমি সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই, রাসেল নামের একটি ছেলে হঠাৎ আমাকে ডেকে বলছে যে, আপনার পুকুরের মাছ মরে বেশে উঠেছে, তখন তাৎক্ষণিক আমি সেই পুকুরের কাছে গিয়ে দেখি, আমার পুকুরের সব মাছ মরে পুরো পুকুরে ভেসে উঠে, তাতে আমার ২ থেকে ৩ লক্ষ টাকার মাছ ক্ষতি হয়েছে। পুকুরে থাকা রুই,কাতল,পাংগাস সহ বহু জাতীয় মাছ ছিলো, সেই পুকুরে এবং এই অবস্থা দেখে দিশেহারা অবস্হায় আরিফ দফাদার এর পুরো পরিবার।