লালমোহনে বাজার দর নিয়ন্ত্রনে ইউএনওর অভিযান

হাসান পিন্টু ॥ ভোলার লালমোহনে চালের বাজার ও মুদি দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। করোনা ভাইরাসকে কেন্দ্র করে চাল, পিয়াজ, আলুসহ কয়েকটি পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করায় ৭ ব্যবসায়ীর ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। শনিবার সকালে লালমোহন পৌর শহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন তিনি। জরিমানাকৃত দোকানগুলো হলো, অলি আড়ৎদারের শেখ বাণিজ্যলয়, মনির হোসেন বকশির মা ভাণ্ডার, নুরুল ইসলামের মেসার্স শাহ এন্টারপ্রাইজ, নান্নু মিয়ার নান্নু এন্টাপ্রাইজ, নূরনবীর নাহার এন্টারপ্রাইজ, মোফাজ্জল জমাদারের তুহিন এন্টারপ্রাইজ ও কালিপদ বাবুর উজ্জল ট্রেডাসকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত ছিলেন ওসি মীর খায়রুল কবীর, ওসি তদন্ত মো. বশির আলম, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্মদ প্রমুখ।